আবু সুফিয়ান মানসুর : রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার খতমে বুখারী অাগামী ২৮ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটির এবারে ৩০তম খতমে বুখারী অনুষ্ঠান হতে যাচ্ছে।
এ বছর মাদরাসা থেকে ১৮০ জন দাওরা হাদীস, ৩৪ জন ইফতা সম্পন্ন করবেন।জামিয়ার হেফজ বিভাগ থেকে পাগড়ী নিবেন ২৯ জন হাফেজে কুরআন।
অনুষ্ঠানে বুখারী শরীফের শেষ দরস ও দুয়া পরিচালনা করবেন জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন মাদরাসার বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।
খতমে বুখারির সংবাদ প্রচার করবে আওয়ার ইসলাম