মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


'একাদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ। আজ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এ কথা জানান।

তিনি আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা ও ভোট কেন্দ্র প্রস্তুত করতে মাঠকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে। বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে মাঠকর্মীরা কমিশনকে যে প্রতিবেদন দেবে, সে অনুযায়ী কমিশন ব্যবস্থা নিবে।

উল্লেখ্য, শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারাদেশে কয়েক ধাপে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ