আওয়ার ইসলাম: ইসলামাবাদ এক সিদ্ধান্তে জানিয়েছে, ভারত থেকে ফিরিরে আনা পাকিস্তানের রাষ্ট্রদূত আপাতত নয়াদিল্লি ফিরে যাবেন না। গোটা পরিস্থিতির উন্নতি না হলে এবং কূটনীতিবিদ ও কর্মীদেরসহ তাদের পরিবার-পরিজনকে ভারতীয় গোয়েন্দা সংস্থা হেনস্তা করা বন্ধ না করলে পাক হাই কমিশনার নয়াদিল্লিতে ফিরে যাবেন না।
রাষ্ট্রদূত সোয়াইল মাহমুদ নয়াদিল্লি থেকে গতকাল ফিরে আসার কয়েক ঘণ্টা পর এ কথা জানিয়েছেন পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, ভারতে নিযুক্ত পাক হাই কমিশনারের অবিলম্বে নয়াদিল্লি ফিরে যাওয়ার সম্ভাবনা নেই।
এ ছাড়া, হাই কমিশনারকে প্রত্যাহারের নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এর বিপরীতে ভারত কি প্রতিক্রিয়া দেখাবে তা এখনো পরিষ্কার নয়।
এইচজে