আওয়ার ইসলাম : সামাজিক শান্তি, সুবিচার ও নৈতিক উন্নয়নে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস । তিনি বলেছেন, শিক্ষার সর্বক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাস্তবায়িত হলেই সামাজ থেকে সকল অন্যায় ও দূর্নীতি দূর হবে।
গত (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তৃতায় জমিয়ত মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ আজ কঠিন সংকটে নিপতিত। ইসলাম ও দেশের স্বার্থে হক্কানী আলেমদের নেতৃত্বে দেশের সর্বস্থরের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন এখন সময়ের দাবী।
নগর সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম এর মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সহ সভাপতি মাওলানা গোলাম রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, সহকারী মহাসচিব মুফতি জাকির হোসাইন খান, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীম, যুব জমিয়তের আহবায়ক মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, ছাত্র নেতা এম বেলাল চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা আব্দুল হালীম, তোফায়েল আহমদ উসমানী প্রমূখ।
সম্মেলনে নিজাম উদ্দিন আল আদনানকে সভাপতি ও আব্দুল্লাহ আফসার কাসেমীকে সাধারণ সম্পাদককরে ২১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর ছাত্র জমিয়তের কমিটি ঘোষণা করেন ছাত্র জমিয়ত সভাপতি তোফায়েল গাজালি।