আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ইসলামি কেন্দ্র ভাঙার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সেখানে তাদেরকে ইসলাম বিরোধী বক্তব্য ধারণ করতে দেখা যাচ্ছিল। শুক্রবার দেশটির পুলিশ এ কথা জানায়।
গ্রেফতার নারীরা হলেন-তাহনী গঞ্জালেস ও এলিজাবেথ ডয়েনহয়ের।
এক বিবৃতিতে স্থানীয় পুলিশের মুখপাত্র রন ইলকোক বলেন, তদন্তে ইসলামি কেন্দ্রের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন জিনিস নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় তাহনী গঞ্জালেস ও এলিজাবেথ ডয়েনহয়ের নামে দুই নারীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, এ মামলার সাজা ঘোষণার সময় ঘৃণিত এ অপরাধের ব্যাপ্তির বিষয়টি বিবেচনা করা হবে।
এ দুই নারীর ফেসবুকে দেয়া বিভিন্ন ভিডিও পোস্টে তাদেরকে ইসলামি কেন্দ্রে প্রবেশ করতে এবং ইসলাম বিরোধী বক্তব্য দিতে দেখা যায়।
এ ইসলামি কেন্দ্রের পরিচালক আহমেদ আল-আকুম এএফপি’কে বলেন, গত ৪ মার্চ সকালে ইসলামি কেন্দ্র ভাঙার ঘটনা ঘটে। এ সময় সেখানে কেউ ছিলেন না।
খবর: এএফপি/ এইচজে