আওয়ার ইসলাম : বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী বলেন, দুদক এখন বিরোধী দলকে দমনের প্রধান হাতিয়ার। খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল এটাই প্রমাণ করে। বিএনপি চেয়ারপারসন যেন জামিন না পান, সে জন্য সরকারি চক্রান্ত চলছে বলেও মনে করেন তিনি।
শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব এ কথা বলেন। এ সময় খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আবেদনের সমালোচনা করেন।
তিনি বলেন , গতকাল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপিল করে তারা আবারও প্রমাণ করল তারা সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার। বাংলাদেশ ব্যাংক লুট হলো, সরকারি ব্যাংক লুট হয়ে ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, অথচ দুদক এক্ষেত্রে উটপাখীর মতো বালিতে মাথা গুঁজে রেখেছে। মামলা করা তো দূরে থাক এদের বিরুদ্ধে একটা শব্দও মুখ থেকে বের হয় না।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ মার্চ বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে না বলেও জানান রিজভী। আগামী ৭ এপ্রিল সমাবেশের নতুন দিন নির্ধারণ করেছে বিএনপি