আওয়ার ইসলাম: আজ শুক্রবার দুপুরে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাহেব আলী। আন্দোলনকারী সাতশ-আটশজনের নামে অজ্ঞাত মামলা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত বুধবার রাজধানীর হাইকোর্ট মোড়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার ঘটনা ঘটেছে। তখন পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় অর্ধশতাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
কোটা সংস্কারের দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে নানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় গত বুধবার এই কর্মসূচি পালিত হয়।
পুলিশের ওপর আক্রমণ, পুলিশি কাজে বাধা এবং রাস্তায় দুই লাখ টাকা গাড়ি ভাঙচুরের অভিযোগে এ মামলা করা হয় বলে মামলার এজাহার থেকে জানা গেছে।