আওয়ার ইসলাম : ব্রিটেনের একটি মুসলিম বিরোধী দলের সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ব্রিটেন ফার্স্ট’ নামে এই দলটি একাধিকার ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করেছে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।
এ মাসের শুরুর দিকে ধর্মীয়ভাবে জুলুম করার অভিযোগে ‘ব্রিটেন ফার্স্ট’ এর প্রধান পল গোল্ডিং এবং জেডা ফ্রান্সেনকে কারাদণ্ড দেয়া হয়। এই দলের ফেসবুক পেজকে ২০ লক্ষেরও বেশি মানুষ লাইক দিয়েছেন।
ফেসবুক বলছে, এখন ব্রিটেন ফার্স্ট-এর নেতারা স্বনামে বা বেনামে নতুন করে কোনো পেজও চালু করতে পারবেন না।
ওই সংগঠনের ফেসবুক পাতায় যেসব ছবি এবং ভিডিও রয়েছে সেগুলো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে উৎসাহিত করে বলে ফেসবুক মনে করছে।
বিবিসি বলছে , ব্রিটেন ফার্স্টের ফেসবুক পাতায় এই দলের একজন নেতার ছবিতে লেখা ছিল : “আমি মুসলমান-বিরোধী এবং এর জন্য আমি গর্বিত।”
লন্ডনের মেয়র সাদিক খানও বলেছেন, ব্রিটেন ফার্স্ট একটি ‘নীচ এবং বিদ্বেষপূর্ণ সংগঠন’।
প্রধানমন্ত্রী টেরিজা মে দেশের সংসদে ফেসবুকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্য প্রযুক্তি কোম্পানিগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন।
ফেসবুকের মতোই টুইটারও গত ডিসেম্বর মাসে পল গোল্ডিং ও জেডা ফ্রান্সেনের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।