হামিম আরিফ: পাকিস্তানের রাইবেন্ডে তাবলিগের ইজতেমার নিরাপত্তা চৌকিতে এক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৯ ব্যক্তি। আহত হয়েছেন অন্তত ২৫ জন। খবর বিবিসি উর্দুর
নিহতদের মধ্যে ৫জন পুলিশও রয়েছে।
জানা যায়, রায়বেন্ডের একটি তল্লাশি চৌকির কাছে এ হামলার ঘটনা ঘটে। তাবলিগ জামাতের ইজতেমা ভন্ডুল করতেই এ হামলা চালানো হয় বলে জানা যায়।
বিবিসি উর্দু বলেছে, রায়বেন্ডে এ হামলা এমন সময় হলো যখন সেখানে তাবলিগের ইজতেমা চলছে এবং এটি আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে।
পুলিশ বলেছে, আত্মঘাতি হামলাটি ইজতেমার নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে টার্গেট করে করা হয়। যাতে ৫ পুলিশ সদস্য নিহত হন।
হামলার স্থানটি সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ির খুব কাছেই বলে জানা গেছে।
পুলিশ জানায়, রায়বেন্ডে নিসার তল্লাশি চৌকিতে একটি কিশোর ঢুকতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। এর পরই সে নিজেকে উড়িয়ে দেয়।
রায়বেন্ডের এ ইজতেমায় সারা দেশ থেকে লাখো লোক জমায়েত হয়ে থাকে। তাদের নিরাপত্তার জন্য তল্লাশি চৌকিটি স্থাপনা করা হয়েছিল।
এদিকে এ হামরার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের একটি সংগঠন। তাবলিগের ইজতেমা ভন্ডুল করতেই এ হামলা করে বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো।
আত্মঘাতি এ হামলার ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ঘটনার তদন্ত আহ্বান করেছেন।
আরও পড়ুন: ‘মাওলানা সাদ চাইলে এক মিনিটেই তাবলিগের আগুন নেভাতে পারেন: আল্লামা আরশাদ মাদানী