শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


নেপালে নিহতদের ডিএনএ টেস্ট হবে সিআইডি ল্যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে ইউএস বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ল্যাবে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক এসিড পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ করতে এরই মধ্যে সিআইডি’র দুই বিশেষজ্ঞ কর্মকর্তা নেপাল গেছেন। এছাড়া নিহতদের স্বজনদেরও ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।

আজ বৃহস্পতিবার ১৫ মার্চ দুপুরে সিআইডি’র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম ও সহকারী ডিএনএ অ্যানালিস্ট আশরাফুল আলম বুধবার ১৪ মার্চ নেপালে গেছেন। তারা মরদেহের নমুনা সংগ্রহ করে নিয়ে আসবেন। এরপর সেগুলোর পরীক্ষা আমাদের ল্যাবে হবে।’

সিআইডির ডিএনএ ল্যাবের এক কর্মকর্তা বলেন, ‘যেহেতু নেপালে ঘটনা ঘটেছে তাই আমরা ইচ্ছা করলেই নমুনা সংগ্রহ করতে পারবো না। এজন্য নেপালের অনুমতি ও সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাদের অনুমতি নিয়েই ডিএনএ নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হবে। এরপর সেগুলো আমরা পরীক্ষা করবো। নমুনা সংগ্রহের জন্য সব প্রস্তুতি নিয়েই আমাদের টিম সেখানে গেছে। তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

তিনি আরো জানান, ‘নিহত বাংলাদেশিদের স্বজনের ডিএনএ নমুনা সিআইডি সংগ্রহ করবে এবং তাও পরীক্ষা করে নেপালে পাঠানো হবে। আর নেপাল যদি মনে করে তারা স্বজনদেরও ডিএনএ নমুনা নেবে, তাহলে সে বিষয়টিও ভাবা হবে। দুই দেশের বিশেষজ্ঞরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

এইচজে

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ