শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

কারী বেলায়েত হুসাইন রহ. এর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ৩১ মার্চ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মেরাজ মোর্শেদ
আওয়ার ইসলাম

আগামী ৩১ মার্চ  (শনিবার) নোয়াখালীর কালিতারা মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন নুরানী তালিমুল কুরআন বোর্ডের মহাপরিচালক মাওলানা মাসীহ উল্লাহ মাদানী।

নুরানী তালিমুল কুরআন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন, মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা ফয়েজ উল্লাহ, মাওলানা ইসহাত মামুন এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার প্রশিক্ষক মাওলানা শিব্বির আহমদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এছাড়াও, সারাদেশ থেকে নুরানী তালিমুল কুরআন বোর্ডের জিম্মাদারগণ, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম সভায় অংশ নেবেন বলে নুরানী তালিমুল কুরআন বোর্ডের পরিচালক ও অনুষ্ঠিতব্য আলোচনা সভার সভাপতি মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন আওয়ার ইসলামকে জানিয়েছেন ।

মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, নুরানী পদ্ধতির প্রবর্তক কারী বেলায়েত হুসাইন রহ. তার অক্লান্ত পরিশ্রম ও অব্যাহত চেষ্টার মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। অনেক আলেম-ওলামা, মুহাদ্দিস , শাইখুল হাদিস সেই পদ্ধতির অনুসরণ করে কুরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখেছেন।

তিনি বলেন, কারী বেলায়েত হুসাইন রহ. এর অবদান আমরা কখনো ভুলতে পারব না। কুরআনের এই খেদমত এবং তার অবদান তুলে ধরার জন্য নুরানী তালিমুল কুরআন বোর্ড নোয়াখালী জেলা ও থানা কমিটির পক্ষ থেকে কারী বেলায়েত হুসাইন রহ. এর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন ওলামায়ে কেরাম , মাদরাসার ছাত্র শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লিদের উক্ত আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য বিনীত আবেদন করেছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ