রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

নওয়াজ শরিফের পর এবার ইমরান খানকে জুতা নিক্ষেপ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: নওয়াজের পর এবার ই্মরান খানকে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে পাকিস্তানে।

পাকিস্তানের গুজরাটে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জুতা নিক্ষেপ করার একদিন পর একই ঘটনার শিকার হলেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান।

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুজরাটে মঙ্গলবার রাতে দলীয় একটি র‌্যালিতে অংশগ্রহণের পর বক্তব্য প্রদানের সময় এ জুতা নিক্ষেপের এ বিব্রতকর ঘটনা ঘটে।

র‌্যালি শেষে একটি গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন ইমরান খান। বক্তব্যের শেষ দিকে জনতার ভিড় থেকে তাকে লক্ষ্য করে একটি জুতা নিক্ষেপ করা হয়। তবে জুতাটি তার গায়ে না লেগে পাশে দাঁড়ানো পিটিআই দলের আরেক নেতা আলিম খানের বুকে লাগে। এর পর ইমরান খান মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করেন। এ সংবাদ দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

ঘটনার পরই জনগণ সঙ্গে সঙ্গে জুতা নিক্ষেপকারী ওই ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

গত রোববার লাহোরে জামিয়া নাইমিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর জুতা নিক্ষেপ করা হয়। এক তরুণ তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। ঘটনার পরপরই নওয়াজ শরিফের দল পিএমএলএন-এর নেতাকর্মীরা অভিযুক্ত তরুণকে আটক করে। এসময় ওই তরুণকে মারপিট করা হয়। পরে ওই তরুণ এবং তার সহযোগীদের গ্রেফতার করে স্থানীয় পুলিশ। অদালতে তাদের বিচার চলছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ