ইকবাল আজিজ, টেকনাফ: টেকনাফে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জাগ্রত কবি মুহিব খান। গতকাল টেকনাফে এক মাহফিলে অংশ নিলে সর্বস্তরের জনতা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন৷
১৩ মার্চ টেকনাফের অত্যাধুনিক শপিংমল, শহীদ ওয়ালিউল্লাহ আলো শপিং ব্যবসায়ী পর্ষদের ৩ দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে তিনি অংশ গ্রহণ করেন ৷
মঙ্গলবার ঢাকা থেকে বিকাল ৩টার এক অভ্যন্তরীন ফ্লাইটে তিনি কক্সবাজার বিমান বন্দর পৌঁছেন।
রাত ৯ টা থেকে এক ঘন্টারও বেশি সময়ে স্বরচিত দেশাত্মবোধক সঙ্গীতসহ বিভিন্ন গান পরিবেশন করেন ৷
মাহফিল পর্ষদের সভাপতি, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী জানান, বিগত বছরের মতো এ বছরও সবার সহযোগিতায় দেশের শীর্ষদের নিয়ে মাহফিল সফলভাবে সম্পন্ন করেছি, সেই সঙ্গে সবার কৃতজ্ঞতা প্রকাশ করে আগমীতেও সহযোগিতা কামনা করেন ৷
আয়োজক সূত্রে জানা গেছে, ৩দিন ব্যাপী তাফসীরুল কুরআন মারফিলে প্রতিদিন ধারাবাহিক বিষয়ভিত্তিক তাফসির পেশ করেছেন ঢাকা মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতী হাবিবুর রহমান মিছবাহ।
এছাড়াও তাফরির পেশ মাওলানা হাবিব উল্লাহ সোহাইল রায়পুরী, মাওলানা মাহফুজুর রহমান জাবের, মাওলানা সাঈদ আহমদ, মুফতী রিদুয়ানুল কাদির, মাওলানা ফরিদুল আলম, হাফেজ মুহাম্মদ তাহের।
সঙ্গীত পরিবেশনা করেন জাগ্রত কবি মুহিব খান, নাফ নদী শিল্পীগোষ্ঠী, কিরাত পরিবেশন করেন চট্টগ্রামের সাড়া জাগানো আন্তর্জাতিক ক্বারী মুহাম্মদ আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টলার শিশু ক্বারী রিফাত বিন রশিদ ও বিশ্বের ১০৩ টি রাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ তরিকুল ইসলাম ৷
‘মাওলানা সাদ চাইলে এক মিনিটেই তাবলিগের আগুন নেভাতে পারেন: আল্লামা আরশাদ মাদানী