শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


উন্নত চিকিৎসা নিতে ভারত গেলেন মুফতী নুর আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

দেশের বৃহৎ দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদরাসার প্রধান মুফতী ও শিক্ষা পরিচালক মুফতী নুর আহমদ উন্নত চিকিৎসার জন্য ভারত গিয়েছেন।

গত জানুয়ারি মাসে কুমিল্লা রোড এ্যাক্সিডেন্টে ব্রেইনে আঘাত পান আল্লামা মুফতী নুর আহমাদ। তারপর থেকেই অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল কিন্তু স্বাস্থ্যের অবনতির কারণে গত ১৩ মার্চ ডাক্তারদের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য প্রবীণ এই আলেম ভারতে গিয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে মুফতির নূর আহমদের শ্যালক মাওলানা আনাস জানান, দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধায়নে চিকিৎসা করানো হয়েছে কিন্তু তাতে স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় ইন্ডিয়া'র চেন্নাইতে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।

গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে মাদরাসা ত্যাগ করে দুপুর ২ টার ফ্লাইটে কলকাতার উদ্দেশ্য রওনা হোন তিনি।

মুফতী নুর আহমদ’র সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছেলে মাওলানা মানজুর।

মুফতী নুর আহমাদ দীর্ঘ চল্লিশ বছর ধরে হাটহাজারী মাদরাসায় মুসলিম, বাইযাবীসহ বিভিন্ন কিতাবের দরস দিয়ে আসছেন। একাধারে দারুল উলূম হাটহাজারীর প্রধান মুফতী ও  শিক্ষাসচিবের দায়িত্ব পালন করে আসছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ