আওয়ার ইসলাম: নেপালের ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে আহত হওয়াদের না দেখেই হোটেলে চলে গেলেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। এ নিয়ে চলছে সমালোচনা।
গতকাল দেশটিতে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশি মারা যান। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ১০ জন। তাদের দেখার জন্য আজ নেপাল যান বিমানমন্ত্রী।
জানা যায়, বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বেলা চারটায় দূর থেকে ঘটনাস্থল দেখে তিনি কাঠমান্ডুর ইয়ক অ্যান্ড ইয়েপি হোটেলে গিয়ে উঠেন।
নেপালে বসবাসরত বাংলাদেশি আশরাফুর ইসলাম বলেন, ‘এ কেমন মন্ত্রী! এসেছেন যাদের জন্যে, তাদের কাছে না গিয়ে আগে গিয়ে উঠেছেন তারকা হোটেলে।’
জানা গেছে, মন্ত্রীর সঙ্গে রয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা ও পরিকল্পনা সদস্য এয়ার কমোডর মোস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন কর্মকর্তা। দুর্ঘটনা পরবর্তী সার্বিক বিষয়ে করণীয় নির্ধারণ করবেন তারা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু যান তারা।
আরও পড়ুন: বিমানের যাত্রীরা চিৎকার করে দোয়া পড়ছিল