আওয়ার ইসলাম : সোমবার নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটির পাইলট আবিদ সুলতান মারা গেছেন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে।
ইউএস বাংলার জনসংযোগ শাখার মহা ব্যবস্থাপক কামরুল ইসলাম গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় ক্যাপ্টেন আবিদ সুলতানকে কাঠমান্ডুর নরভিক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই তিনি মারা যান।তবে কখন তিনি মারা গেছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, গতকাল (সোমবার) নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। ইউএস বাংলার ওই বিমানে ৬৭ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন।