আওয়ার ইসলাম : কম জায়গা বা কম ডেটার খরচের জন্য জনপ্রিয় মেসেঞ্জার লাইট। যাদের ফোনের স্পেস কম বা ইন্টারনেটের স্পিড স্লো তারা এই অ্যাপ ব্যবহার করে থাকেন। কিন্তু এই অ্যাপে এতদিন সমস্যা ছিল তা থেকে কোনও ভিডিও কল করা যেত না। এবার ভিডিও কলের ফিচার আসতে চলেছে মেসেঞ্জার লাইটেও।
সম্প্রতি মেসেঞ্জার লাইটে ভিডিও কলের ফিচারের কথা ঘোষণা করে ফেসবুক। পাশাপাশি ভিডিও কল থেকে ভয়েস কলে সুইচ করার সুবিধাও থাকছে। খুব শিগগির আসবে আপডেট। তাতেই পাওয়া যাবে এই ফিচার।
তবে অ্যাপের সাইজ় ১০ MB-র নিচেই থাকবে বলে জানানো হয়েছে। মেসেঞ্জার লাইট থেকে মেসেঞ্জারে করা যাবে কল। কিন্তু এখনও এই অ্যাপে GIF পাঠানো, স্টোরি শেয়ার করা, গেমের সুবিধা নেই।