মুফতি লুৎফুর রহমান ফরায়েজী: আমি সেলিব্রেটি। বিরাট সেলিব্রেটি। আমার অনেক ফলোয়ার। লেখায় অনেক লাইক। মাঠে ময়দানে আমার উদ্ভট বক্তব্য কেউ না শুনলেও আমি নেতা, আমিই কর্মী আমিই সমর্থক নামক হাস্যকর আসনে আসীন হবার পরও আমি বিরাট কিছু।
আড়ালে অবডালে ঢালহীন তলোয়ারহীন নীধিরাম সর্দার বলে মুখ টিপে লোকে হাসলেও আমার কিচ্ছু হয় না। আমি যে লজ্জাপ্রুফ। নির্লজ্জ। বেহায়া।
আমি অনেক বুঝি। সব বুঝি। অনেক গুরুত্বপূর্ণ মানুষ আমি। আমাকে বলতে হবে। অনেক বলতে হবে। সব বিষয়ে বলতে হবে। না বললে দেশটা রসাতলে যাবে। ইসলামের বিরাট ক্ষতি হবে। এ কী হতে দেয়া যায়?
যায় না। তাই আমি বলবো। অনেক বলবো। সব ইস্যুতে বলবো। বাড়ির খবর, ঘরের খবর, পরের খবর। সব বলবো। লোকেরা আড়ালে বাচাল খাটাশ বলুক তাতে কী? তবু আমাকে বলতে হবে। খুব বলতে হবে। দিল ভরা খেদ, না পাওয়ার ক্ষোভ আমি সব হিংসার জিঘাংসাময় নোংরা কলমে উগড়াবো সর্বত্র। এতে দূষিত হোক সাজানো বাগান। খুলে যাক বড়দের সম্মানের পাগড়ি। এতে আমার কিচ্ছু আসে যায় না।
এতো কিছু ভাবার কী সময় আমার আছে? আমি চিন্তাবীদ। বিরাট কিছু। আমি বলবো। অনেক লিখবো। ভিতরের সব নোংরামী, ছোটলোকী বেরিয়ে আসুক আমার লেখায়। আমার কথায়।
তাতে কী? আমি জ্ঞানী। আমার কোন ভুল নেই। হতে পারে না। হবে কেন? আমি যে পণ্ডিত। বিরাট পণ্ডিত। আমার একারই বকে যেতে হবে। আমাকে বলতে দাও। অনেক বলতে দাও।
পুনশ্চ: ‘আমি’ নামক উক্ত নোংরাদের থেকে রক্ষা পাক দেশ সমাজ রাষ্ট্র। নিক্ষিপ্ত হোক ময়লার ভাগাড়ে। দূর হোক আমিত্ব। মুক্তি পাক শ্রদ্ধা ভালোবাসা, আন্তরিক প্রশস্ততা।