অাওয়ার ইসলাম
ডেস্ক
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক তার সফর শুরু করেছিল৷ সেই সফরে ফেসবুকের বন্ধুর সংখ্যা আজ অগণিত৷ এমন একদিনে চলুন ফেসবুকের লোগোতে কেন নীল রঙ ব্যবহার করা হয়েছে , তা জেনে নেই।
এক সাক্ষাৎকারে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, তিনি একবার অনলাইন টেস্ট করার সময় জানতে পেরেছিলেন যে তিনি বর্ণান্ধ৷ লাল-সবুজ রংয়ে বর্ণান্ধতা রয়েছে তাঁর৷ তাই ফেসবুককে তাঁর ইচ্ছানুসারে নীল বর্ণই দেওয়া হয়৷
এছাড়াও সাক্ষাৎকারে জুকারবার্গ জানান, টুইটারে ফলোয়ারের সংখ্যা সাড়ে চার লক্ষ হলেও তিনি আজ পর্যন্ত মাত্র ১৯টি ট্যুইট করেছেন৷ তিনি বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুককেই যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেন৷