আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গে কবি মাইকেল মধুসূদন দত্তের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জানা গেছে, পশ্চিমবঙ্গের রাণিগঞ্জের রামবাগান এলাকায় থাকা মধুসূদনের মূর্তিতে কালি লাগিয়ে, নাক ভেঙে দিয়েছে দুষ্কৃতকারীরা।
শনিবার সকালে এ দৃশ্য দেখেন স্থানীয় বাসিন্দারা। তবে কাণ্ডটি করা হয়েছে কমিউন্সিট নেতা কার্লমার্ক্সের মূর্তি ভেবে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাইকেলকে হয়ত কার্লমার্ক্স ভেবে রঙ লাগিয়ে, মূর্তির নাক ভেঙে দেয়া হয়েছে।একই রকম দাড়ি দেখে সম্ভবত ভুল করেছে হামলাকারীরা।
রানিগঞ্জ থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কারা এ কাজ করেছে। শুক্রবার রাতে কয়েকজন এসেছিল। তারা কারা তদন্ত করছে পুলিশ।
সম্প্রতি দেশটিতে মূর্তি ভাঙার ঘটনা ঘটছে। এর আগে লেলিনের মূর্তিও ভাঙা হয়েছে সেখানে।
তারপর পর্যায়ক্রমে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি, কেরলে গান্ধী মূর্তি, উত্তরপ্রদেশে বি আর আম্বেদকরের মূর্তি ভাঙা হয়।
আরও পড়ুন: আসছে মাহে রমজানুল মোবারক বিশেষ সংখ্যা