শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় দীপিকার ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

হিন্দি সিরিয়ালের অন্যতম নামকরা তারকা দীপিকা কাক্কার এখন ফাইজা ইবরাহিম। হিন্দি বেশ কয়েকটি জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী দিপীকা কাক্কার নিজের সহকর্মী শোয়েব ইবরাহীমকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন ফাইজা।

ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি ভোপালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর নিজেদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। পোস্টে দীপিকা জানান, তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা আরও জানান, ‘সত্যিই, আমি ইসলাম গ্রহণ করেছি। তবে কখন, কোথায় ও কি অবস্থায় আমি মুসলিম হয়েছি তা সবাইকে জানানো প্রয়োজন মনে করছি না।

এটা সত্য, দর্শক ও মিডিয়ার সঙ্গে আমরা অভিনেতারা সব আনন্দ ভাগাভাগি করে থাকি। তবে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি একান্তই ব্যক্তিগত এবং আমি কাউকে আমার নিজের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার দেইনি।’

তিনি আরও বলেন, ‘ইসলাম গ্রহণ করে খুবই ভালো লাগছে। আমি এটা কেবল নিজের খুশির জন্যই করেছি। আমার পরিবার আমার পাশে ছিল। ’ নতুন জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

এদিকে, বিয়ের পর শোয়েব ইব্রাহিমের সঙ্গে এই প্রথম হাজি আলি দরগায় গিয়েছিলেন দীপিকা কাকার। শুধু তাই নয়, হাজি আলি দরগায় গিয়ে প্রার্থনা করে যে শান্তি পেয়েছেন, তা আগে কখনও কোথাও গিয়ে অনুভব করেননি বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে দীপিকার স্বামী শোয়েব জানান, ‘বিয়ের আগে আমাদের দুই পরিবারের সম্মতি নিয়েই দীপিকা ধর্মান্তরিত হয়েছে। পরিবারের সদস্যদের সম্মতি ছিলো বিধায় এতো বড়ো একটা পদক্ষেপ নেওয়া গেছে। এখন বাইরের মানুষ কি বললো না ভাবলো তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা খুব সাধারণ মানুষ এবং সেভাবেই থাকতে চাই।’

আরও পড়ুন: ধর্মে মনযোগী হয়েছেন আরেফিন রুমি, ছেড়েছেন গান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ