শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


লেলিন মূর্তির উপর হামলায় উদ্বিগ্ন মোদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ত্রিপুরায় লেনিন। কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং তামিলনাড়ুর ভেলোরে ইভিআর রামস্বামী পেরিয়ার। পর পর তিনটি মূর্তি ভাঙচুরের ঘটনা। আর একের পর এক এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা বলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাজনাথ সিংহ চাইছেন, দেরি না করে রাজ্যগুলো যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ত্রিপুরায় ভোটে বিজেপি জিততে না জিততেই বুলডোজারের ধাক্কায় চুরমার হয়েছিল লেনিন-মূর্তি। এর পরেই ফেসুবুক পোস্টে তামিলনাড়ুর বিজেপি নেতা এইচ রাজা লেখেন, রামস্বামী পেরিয়ারের মূর্তিও লক্ষ্য হতে পারে। যদিও মঙ্গলবার রাতে পেরিয়ারের মূর্তির ওপর হামলার ঘটনায় যোগাযোগ অস্বীকার করেছে বিজেপি।কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বলেছেন, ‘‘দুই ঘটনার সঙ্গে যদি দলের কেউ যুক্ত থাকে, তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

অন্য দিকে, কলকাতার কেওড়াতলায় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি যে ভাবে ভাঙচুর করা হয়েছে, তার মধ্যে ‘বদলা’ দেখছে রাজনৈতিক মহল। নীরব মোদীর ঘটনায় এখনও পর্যন্ত কড়া মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। কিন্তু ‘মূর্তিভাঙার রাজনীতি’ যে ভাবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ছে, তাতে প্রধানমন্ত্রী নাকি আর টালবাহানার পক্ষপাতি নন।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে, ‘‘তাণ্ডব বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ