আওয়ার ইসলাম : রাজধানী মুগদার মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার আয়োজনে আজ (৬ মার্চ) মুগদা কবরস্থান মাঠে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও মাহফিল অনুষ্ঠিত হবে।
আলহাজ মিছবাহুর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি ও সাংসদ আলহাজ সাবের হোসেন চৌধুরী এম.পি।
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’-এর সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলীসহ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ মাহফিলে উপস্থিত থাকবেন।
এছাড়াও, মিসর ও বাংলাদেশের স্বনামধন্য কারীগণ এই কেরাত সম্মেলনে আগমন করবেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোশাররফ হোসাই্ন মাহমুদ।
সম্মেলনে বিশেষ আকর্ষন হিসেবে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবার হামদ-নাত ও ইসলামি সঙ্গীত পরিবেশন করবেন বলেও জানান তিনি।
মাওলানা মোশাররফ হোসাইন মাদরাসার শিক্ষক শিক্ষার্থী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ‘আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও মাহফিল’এ উপস্থিত হওয়ার আহ্বান জানান।