শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী কুমিল্লা নামেই বিভাগ হবে: উপদেষ্টা আসিফ খেলাফত আন্দোলনের আমীর আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী পুননির্বাচিত দেশে অস্থিতিশীলতার চেষ্টা; লন্ডনে কওমি সলিডারিটি এলায়েন্সের প্রতিবাদ সভা রোববার রাতে ৩ ঘণ্টা বিঘ্নিত হবে দেশের ইন্টারনেট সেবা বাংলাদেশ সফরে আসছেন দেওবন্দের উস্তাজুল বুখারী মুফতি মোহাম্মদ আমিন পালনপুরী সেইফ এডুকেশন ইনস্টিটিউটে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত তাবলীগের শুরায়ী নেজামের সংবাদ সম্মেলন আগামীকাল টঙ্গীতে জোড় ইজতেমায় ১৮ দেশের মুসল্লি দেশের সংবাদমাধ্যমগুলোকে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা উচিত: পররাষ্ট্র উপদেষ্টা

জাফর ইকবাল আমাদের পুলিশ পরিবারের সন্তান: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, জাফর ইকবাল আমাদের পুলিশ পরিবারের সন্তান। তার ওপর হামলার তীব্র নিন্দা জানানো পাশাপাশি তার সুস্থতা কামনা করি।

ঘটনার শুরু থেকে পুলিশ এটি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে জানিয়ে আইজিপি বলেন, ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হামলাকারী অসুস্থ হওয়ায়া তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া যায়নি। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।  কেন সে হামলা করেছে ? এছাড়া হামলাকারীদের  মূলোৎপাটন এবং এর গভীরে যারা জড়িত তাদের জাতির সামনে তুলে ধরা হবে।

গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঢাকা মেট্রোপলিটনের লালবাগ বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী ছাত্রসমাবেশ ও কনসার্ট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেছেন, ‘যদি কোন পুলিশ সদস্য মাদকের সাথে সম্পৃক্ত হয় আর এটা যদি প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাধীনতা বিরোধীরা এখনও জঙ্গিবাদ সৃষ্টিতে অগ্রগামী।

জঙ্গিবাদ দমনে বাংলাদেশের কার্যক্রম প্রশংসনীয় এবং বহির্বিশ্বের জন্য অনুকরণীয় উল্লেখ্য করে তিনি বলেন, যে জাতি রক্ত দিয়ে ভাষা ও দেশ অর্জন করতে পেরেছে, সে জাতি অবশ্যই মাদক ও সন্ত্রাস যেকোন মূল্যে নির্মূল করবে।

জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, লালবাগ জোনের ডিসি এব্রাহিম খান, কোতোয়ালি জোনের সিনিয়র পুলিশ কমিশনার বদরুল হাসান রিয়াদ, জবি প্রক্টর অধ্যাপক ড. নুর মোহাম্মদ, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল প্রমুখ ।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ