আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় দু'দেশের কৃষি, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে তারা কথা বলেন। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকারাও প্রতিশ্রুতি দিয়েছে ভিয়েতনাম।
এর আগে, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশে সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং সাভার স্মৃতি সৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ভিয়েতনামের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তার সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিন দিনের সফর শেষে ভিয়েতনামের প্রেসিডেন্ট মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবেন।