শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বাজে রান্না করায় স্ত্রীকে তালাক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাবার সুস্বাদু না হওয়ার অভিযোগে স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি চেয়েছেন স্বামি। আর সে কারণে হাইকোর্টে আবেদনও করেছিলেন তিনি। আবেদনকারী মুম্বাইয়ের সান্তাক্রুজের বাসিন্দা বলে জানা গেছে।

স্বামী তার আবেদনে জানান, সংসারের প্রতি দায়িত্ববান নন তার স্ত্রী। সবচেয়ে বড় বিষয় হলো, সুস্বাদু খাবার রান্না করতে পারেন না তিনি। সন্ধ্যা ৬টায় কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন স্ত্রী। ঘুম থেকে জেগে রাত সাড়ে ৮টায় খাবার তৈরি করেন। এই রান্না করা খাবার মুখে দেওয়ার মতো না।

তিনি আরো জানান, সকালে ঘুম থেকে ওঠার জন্য স্ত্রীকে ডাকা হলে তাকে লাঞ্ছনার শিকার হতে হয়।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করে স্ত্রী জানান, স্বামীর পরিবারের সবার জন্য খাবার তৈরি করেই কাজে যেতেন তিনি। তবুও, শ্বশুর বাড়ির সবাই তার সঙ্গে খুব বাজে আচরণ করতেন।

এ বিষয়ে প্রতিবেশী ও আত্মীয়দের সাক্ষী হিসেবে হাজির করেন তিনি।

শুনানি শেষে অবশ্য ভারতের বোম্বে হাইকোর্ট গত শুক্রবার আবেদনটি খারিজ করে দেন। আবেদনে নির্মমতা সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ না থাকায় তা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ