শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

যারা ভাবছেন একজন কবির পক্ষে রাজনৈতিক শক্তি গড়া সম্ভব নয় তারা দূরদর্শী হতে পারেননি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব খান
কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব

ন্যাশনাল মুভমেন্ট, জাতীয় আন্দোলন। গত ১৬ ডিসেম্বর ২০১৬ তারেখে একেবারেই পোস্টার-প্রচার ও ডামাডোল বিহীন সাদামাটা আয়োজনে '১৬ কোটির ১৬ দফা' ঘোষণার মাধ্যমে জাস্ট একটু জানান দেয়া হয়েছেলো যে, একটি গণভিত্তিক জাতীয় আন্দোলনের থিম দাঁড়াতে যাচ্ছে, যা সময় নিয়ে প্রকাশ ও বিকাশের পথে পা বাড়াবে।

এরপর থেকে এ নিয়ে আর কোনো প্রকাশ্য মিটিং সমাবেশ বা সাংগঠিনক সফর একেবারেই হয়নি।

কেন হয়নি? না হওয়াই প্রয়োজন ছিলো, তাই হয়নি। না হওয়াই প্রয়োজন, এটা আবার কেমন কর্মসূচি! হ্যাঁ, এটাই এখনের কর্মসূচি, এর বহুমুখী সুফল আছে।

বাংলাদেশের জেলায় জেলায় ও উল্লেখযোগ্য থানাগুলোতে 'এনএম' এর প্রচার ও মতবিনিময় সভা করলে, আর সেসব অনুষ্ঠানে ( আগ্রহ নিয়ে বা অবজ্ঞা নিয়ে) সমবেত সবার সামনে মাত্র ১ ঘণ্টা দেশ, রাজনীতি, ইতিহাস, অভিজ্ঞতা, সময়ের বাস্তবতা, আমাদের জাতীয় সমস্যাবলী, এর সমাধানের উপায়, করণীয়, কৌশল ও প্রক্রিয়া, জাতীয় আন্দোলনের চিন্তা, ব্যাখ্যা, প্রয়োজনীয়তা ও সাফল্যের সম্ভাব্যতা বিশ্লেষণ করলে আন্দোলনটিকে শক্তিশালিভাবে দৃশ্যমান ও বেগবান করে তুলতে মাত্র কয়েকমাস সময় লাগবে। এখনও তো কিছু করাই হয়নি।

ইতিমধ্যে দেশের অনেক জেলা থেকে থানা পর্যন্ত এর কমিটি গঠনের জন্য জোরালো আগ্রহ ও প্রস্তুতি এনএম এর কাছে এসেছে। উন্মুখ হয়ে আছেন রাজধানীর চারপাশের আগ্রহীরা। এদের মধ্যে ইমাম খতীব উলামা জনতা পেশাজীবি শ্রমজীবি ছাত্র যুব ও তরুণদের সার্বজনীনতাও পরিলক্ষিত হয়েছে।

কিন্তু সে সময়টি এখন হয়নি। তাই অনেকে এ নিরবতাকে গদবাধা জ্ঞান ও দৃষ্টিকোন থেকে নেতিবাচক মূল্যায়ণ করছেন। এ সময়টুকুতে এমন হবে, সেটাও এনএম জানে।

অনেকে আগেই সিদ্ধান্ত নিয়ে বসে আছেন- একজন আপাদমস্তক কবি ও সাংস্কৃতিক মানুষের পক্ষে রাজনৈতিক কোনো শক্তি গড়ে তোলা সম্ভব নয়, এমনকি এরকম চিন্তা করাই অদূরদর্শী বা অপরিণামদর্শী কাজ। এমন যারা ভাবছেন, তারা নিজেরা এখনও দূরদর্শী হতে পারেননি।

একজন কবির রাজনৈতিক মূর্তি কল্পনা করতে পারেননি। একজন আপাদমস্তক চিকিৎসক আজকের আধুনিক শক্তিশালী মালয়েশিয়ার রূপকার, এটা তাদের চিন্তায় আসেনি। রাজনীতির অভিজ্ঞতা রাজপথের মিছিল থেকেই হওয়া জরুরি নয়, জীবনে কোনোদিন ইট রড সিমেন্ট না ছুয়েও মানুষ প্রকৌশলি হয়।

তারা জানেন না বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত আসলে কী, এদেশের মানুষ কোন অবস্থার ভেতর হাটবে এবং সে অনুযায়ী রাজনীতির ডিজাইন কী হবে। এনএম সেটা জানে এবং বোঝে।

এনএম কীভাবে গড়ে উঠবে এবং দেশের অসংখ্য ধার্মিক দেশপ্রেমিক তরুণ জনতা কেন কীভাবে খুব দ্রুত এনএম- এ সংক্রমিত হবে, এটা এনএম এর কাছে পরিষ্কার।

অতএব, এনএম সম্পর্কে অনুমাণভিত্তিক কোনো লেখা বা মন্তব্য ভুল হওয়ার সম্ভাবনাই বেশি।

আর যারা এনএম এর সম্ভাব্য উত্থান বা জয়কে গায়ে পড়ে নিজেদের ক্ষয় বলে আগাম ভয় করেন, আর সে ভয় থেকে শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করেন, তারা এনএম এর অসামান্য উপকার করেন।

আপাতত এর বেশি ব্যাখ্যা নয়।

মুহিব খানের ফেসবুক স্ট্যাটাস থেকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ