আওয়ার ইসলাম: গত ২৫ ফেব্রুয়ারি সিলেটের জৈন্তাপুরে কথিত মাজারপন্থী সন্ত্রাসী কর্তৃক ওলামায়ে কেরাম ও কওমী মাদরাসা ছাত্রদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবী জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, ওয়াজ মাহফিলের মতো একটি দীনি মজলিশে কওমী ওলামায়ে কেরামের উপর হামলা এবং একজন ছাত্রকে হত্যা কোন সাধারণ ঘটনা নয়, এখানে ইসলামবিরোধী কোন অপশক্তির ইন্ধন আছে কিনা খুঁজে বের করতে হবে।
হযরত শাহজালাল রহ. এর স্মৃতি ও সোহবতে ধন্য সিলেট অঞ্চলে আলেম-ওলামাদের বিরুদ্ধে এটি কাদের উস্কানী তারও তদন্ত হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, হামলাকারী এবং খুনী যেই হোক না কেন তাদের খুঁজে বের করা প্রশাসনের দায়িত্ব। ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও প্রশাসনের তৎপরতা মোটেও সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, প্রভাবশালী কারো ইঙ্গিতে হামলাকারী সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা করা হলে তৌহিদী জনতা তা কখনই মেনে নিবে না।
তিনি অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনা এবং নিহতের পরিবারকে উপযুক্ত পরিমাণ আর্থিক অনুদান দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।
এসএস/