শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


আগামী দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইলিশের অভয়াশ্রম মেঘনা ও তেঁতুলিয়া নদীর ২৯০ কিলোমিটার এলাকায় আগামী ২ মাস মাছ ধরা নিষিদ্ধ। এ লাকাকে মৎস অধিদপ্তর কর্তৃক ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ১৩ ধারা অনুযায়ী মৎস্য অধিদপ্তর ওই নিষেধাজ্ঞা জারির পাশাপাশি এ সময়ের মধ্যে অভয়াশ্রম-সংশ্লিষ্ট এলাকায় মাছ কেনাবেচা, মজুদ ও পরিবহনও নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশের ইলিশ সম্পদের উন্নয়ন ও জাটকা রক্ষায় প্রতিবছরই এই উদ্যোগ নেওয়া হয়। এ জন্য জেলেরা সরকারিভাবে সহযোগিতা পেয়ে থাকেন।

নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ইলিশ অভয়াশ্রমগুলো হলো চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেক্সান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার, ভোলার মদনপুর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার এবং ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা।

ইলিশে বিষ; সাবধান হোন এখনই!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ