আওয়ার ইসলাম: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর যেভাবে দমন পীড়ন চালানো হয়েছে তা স্পষ্টত জাতিগত নিধন বলে মন্তব্য করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী খ্রিস্টিয়া ফ্রিল্যান্ড।
গত (বৃহস্পতিবার) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ফ্রিল্যান্ড রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো হত্যাযজ্ঞ ও নৃশংসতাকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছেন।
২০১৬ সাল থেকে মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে রোহিঙ্গা মুসলামনদের বিরুদ্ধে হত্যযজ্ঞ শুরু হয়। এরপর ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর নতুন করে হামলা শুরু করে মিয়ানমারের সশস্ত্র বাহিনী। এর ফলে অন্তত ছয় হাজার মুসলমান নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে। এ সময়ের মধ্যে অন্তত সাত লাখ রোহিঙ্গা মুসলমান মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এদিকে, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর কথা অস্বীকার করেছে মিয়ানমার। দেশটি দাবি করেছে, রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে কেবল বৈধ অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহের কিছু দলিল জোগাড় করার দায়ে বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "সত্যিকারের গণতন্ত্র বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে।
আর এ কারণেই রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও নৃশংসতার খবর যোগাড় করার অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে আটকের ঘটনায় কানাডা গভীরভাবে উদ্বিগ্ন।
এইচজে