আওয়ার ইসলাম : আন্তর্জাতিক সৌর জোটের (ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারত সফরে আসছেন। বাংলাদেশ ও ভারত উভয় দেশের কূটনৈতিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে যে, দিল্লিতে ১১ মার্চের ওই সামিটে রাষ্ট্রপতি হামিদই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এই প্রতিবেদককে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা আরও জানিয়েছেন, এই সামিটে যোগ দেওয়ার জন্য কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময়ে অন্য একটি দ্বিপাক্ষিক সফর নিয়ে ব্যস্ত থাকবেন বলে ভারতে আসতে পারছেন না। তাই বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেই ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার।
তিনি ওই সামিটের দুদিন আগে, ৯ মার্চ ভারতে এসে পৌঁছাবেন—তবে সরাসরি দিল্লিতে নয়, তিনি আসবেন উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি হয়ে।