মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি
বিশিষ্ট কলামিস্ট ও গবেষক হাফেজ মাওলানা কারী যুবায়ের আহমেদের উপস্থানায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ সভাপতি কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার মহা পরিচালক আল্লামা আনোয়ার শাহর সভাপতিত্বে বৃহস্পতিবার।
১ মার্চ বেলা তিনটা হতে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে মহাম স্বাধীনতার মাসে দিশারী সাহিত্য সংস্কৃতিক ফোরামের হামদ মাত ও গজল মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকা বিভাগের পরিচালক সৈয়দ আশরাফুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক
তরফদার মোঃ আক্তার জামিল।
অনুষ্ঠানে অথিতি শিল্পি হিসেবে থাকবেন আসহাব উদ্দিন আল আজাদ, কলরবের আমিনুল ইসলাম মামুন এবং সিফাতুল্লাহ জামী।
আরো গাইবেন দিশারীর পরিচালক শরিফ জামী, বুরহান জামী,বদরুল ইসলাম ইমরান,জাহাঙ্গীর আব্বাদ,আবুউবাইদা, শামসুলইসলাম,মাসুম জামী,কামরুল ইসলাম,যোবায়ের হাসান কিশোর,সাজ্জাদ মাহমুদ রজিন,হাবিবুল্লাহ মুরাদ।
কিশোর শিল্পীদের মাঝে গাইবেন সাইদ বিন সাইফ,,ইরফান মাহমুদ রিফাত,আবু নাইম,আবু তৈয়ব, সাইয়েদ,মনিরুজ্জামান হিশাম,ফজলে রাব্বানি,শাহরিয়ার আতিক,সালমান বিন আতহার,আবির মাহমুদ আতিক,মিজানুর রহমান,মাসুম বিল্লাহ,নাহিদুল ইসলাম অলি,আব্দুল্লাহ আল মুবিন, ওয়ালি উল্লাহ,জাহিদুল ইসলাম রফিক, রহমতুল্লাহ কাজল,আব্দুল্লাহ শাকির, আল মামুন,মামুন আহসান,এনামুল হক,মুবারক হুসাইন,নৌশাদ,শরীফ আহম্মেদ এবং মুস্তফা সহ প্রমুখ।
উল্লেখ্য যে ২০০৪ সালে কিশোরগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত হয় দিশারী সাহিত্য সাংস্কৃতিক ফোরাম। সেই সাথে দিশারীর ১৪ বছর পদার্পণ উপলক্ষে এই প্রথম মহান স্বাধীনতার মাসকে ঘিরে আয়োজিত হতে যাচ্ছে হামদ নাত গজল মাহফিল।