শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু দাবি পূরণে ৭ দিনের আল্টিমেটাম ব্যাটারিচালিত রিকশাচালকদের শীতে পুরুষের চুলের যত্নে করণীয় পুরনো প্রেমের ঘটনা জানাজানিতে নববধূর আত্মহত্যা

পাথর কোয়ারিতে ৫ শ্রমিক নিহত: ৭ জনের নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে গর্ত ধসে মাটিচাপায় পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার রাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো পাঁচ/ছয়জনকে আসামি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, ঘটনার পরপর আটক কোয়ারির লেবার সর্দার আবদুর রউফকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তিন সদস্যের ও পুলিশ প্রশাসনের উদ্যোগে দুই সদস্যের কমিটি গঠন করা হয়।

সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাতকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কমিটিতে কোম্পানীগঞ্জ সার্কেল এএসপি মতিয়ার রহমানকে রাখা হয়েছে। তাঁরা সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

এ ছাড়া জেলা প্রশাসনের কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মোহাম্মদ আবদুল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এডিসি মো. আশরাফুল আলমকে রাখা হয়েছে। এই তদন্ত কমিটিকেও সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন এডিসি (রেভিনিউ) মোহাম্মদ আবদুল্লাহ।

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকার সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গতকাল সোমবার বিকেল পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

টিএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ