শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে নতুন উদ্যমে কাজ শুরু করেছি: ডিসি ওয়ারী খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন

সৌদি নারীরা সামরিক বাহিনীতেও যোগ দিতে পারবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সৌদি আরবে এবার সৌদি নারীরা সেনা বাহিনীতে যোগদানের সুযোগ পাবে বলে জানিয়েছে সৌদি নিরাপত্তা বিভাগ।
স্থানীয় সময় রোববার সৌদির সাধারণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রাশিয়াভিত্তিক গণমাধ্যম রাশিয়ান টাইমস জানিয়েছে, সৌদি আরবের ভিশন-২০৩০-এর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেন মোহাম্মদ বিন সালমান। তেল সম্পদের ওপর নির্ভরতা বন্ধ করার লক্ষ্যে তিনি ভিশন-২০৩০ চালু করেন।
সৌদি আরবের রিয়াদ, মক্কা, আল কাসেম ও মদিনার অঞ্চলের নারীরা সৈনিক পদে আবেদন করতে পারবেন।

তবে সৈনিক হতে চাইলে তাদের ১২টি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে সৌদি বংশোদ্ভূত হওয়া এবং রাজ্যে বেড়ে ওঠা তবে তাদের বাবা সরকার সংশ্লিষ্ট দায়িত্বে বিদেশে শর্তে শিথিলতা পাওয়া যাবে। এ ছাড়া আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস। যোগদানের আগে একজন নারীকে বাধ্যতামূলক মেডিকেল চেকআপ পাস থাকতে হবে।

তবে বিদেশিদের বিয়ে করা নারীরা সেনাবাহিনীতে যোগদানের আবেদন করতে পারবেন না। একই সঙ্গে যারা পূর্বে কোনো সরকারি বা সামরিক-সম্পর্কিত সংস্থায় নিযুক্ত থাকার সময় অপরাধমূলক কাজে জড়িত ছিলেন তারাও অযোগ্য বিবেচিত হবেন।

এ ছাড়া আবেদনকারীদের উচ্চতা ১৫৫ সেন্টিমিটারের কম হওয়া যাবে না। আবার উচ্চতার সঙ্গে ওজনও ঠিক থাকতে হবে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব বেশ কতগুলো ঘটনার সাক্ষী হয়েছে। সৌদিতে সুদূরপ্রসারী সংস্কারের অংশ হিসেবে, নারীরা এখন ট্রাফিক পুলিশ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের চাকরির জন্য আবেদন করতে পারবেন। এর আগে সৌদি আরবের পাসপোর্টের সাধারণ অধিদপ্তর ১৪০ জন নারীকে চাকরি দেওয়ার ঘোষণা করে। ওই চাকরির জন্য এক লাখ সাত হাজারেরও বেশি নারী আবেদন করেন।

এ ছাড়া চলতি সপ্তাহে জেনারেল এন্টারটেইনমেন্ট অথোরিটি দেশের প্রথম অপেরা হাউস নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন।

সূত্র: সাবাহ নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ