আওয়ার ইসলাম: ইয়েমেনের নোবেলজয়ী তায়াক্কুল কারমান বলেছেন, নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সোচ্চার হতে হবে। এ জন্য জাতিসংঘের উচিৎ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
তিনি অভিযোগ করে বলেন, অং সান সু চির নেতৃত্বেই এসব হচ্ছে। এখনই তার পদত্যাগ করা উচিৎ।
অপর নোবেল বিজয়ী উত্তর আয়ারল্যান্ডের মাইরেড ম্যাগিও ওয়েয়ার বলেন, মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন চালাচ্ছে। এটি একটি গণহত্যা ও জাতিগত নিধনের মতো নৃশংস ঘটনা। শিশুরাও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। এ বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে বিচারের ব্যবস্থা করতে হবে।
রোববার বিকেলে কুতুপালং ও মধুরছড়া ক্যাম্প পরিদর্শনের পর এ দুই নোবেলজয়ী নারী এসব কথা বলেন।
তারা নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গাদের মুখে সেদেশে গণহত্যা ও জাতিগত নিধনের বর্ণনা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা স্বচক্ষে দেখতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন নোবেল বিজয়ী দু’নারী মাইরেড ম্যাগিও ওয়েয়ার ও তোয়াক্কল কারমান।
এর আগে তারা কুতুপালং ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শাহীন, রোহিঙ্গা শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।