আওয়ার ইসলাম: ভাষার ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তাদের মতে বাংলালিপির জন্ম হয়েছিল ব্রাহ্মীলিপির গর্ভে। সেটা প্রায় হজরত ইসা আ. এর জন্মের ৩৫০বছর আগের কথা।
আধুনিক ব্রাহ্মীলিপি পরবর্তীতে ৭টি পরিবর্তনশীল ধাপের মধ্য দিয়ে অতিক্রম করে। এরই একটি ধাপ হলো কুটিলালিপি যার পরিব্যাপ্তি ছিল ৬০০-৯০০ খ্রিস্টাব্দে।
আমরা বর্তমানে বাংলা বর্ণের যে রূপ দেখি তা মূলত কুটিলালিপি থেকেই উদ্ভব হয়েছে।
ধারণা করা হয় রাজা প্রথম মহেন্দ্র পালের আমলে কুটিলালিপি বাংলা ভূখণ্ডে প্রবেশ করে।
এরপর প্রায় ৮০০-৯০০ বছরের পরিক্রমায় কুটিলালিপির কিছু আঙ্গিক পরিবর্তনের মাধ্যমে বাংলা বর্ণমালা অাধুনিক রূপ লাভ করে।
কেমন ছিলো হাজার বছরের পুরোনো বাংলা বর্ণমালা তা দেখুন নিচের ছবিতে-
সূত্র: বেশতো