মুজাহিদুল ইসলাম: অবশেষে নিরাপত্তাপরিষদে সর্বসম্মতিক্রমে সিরিয়াজুড়ে ত্রিশ দিনের যুদ্ধবিরতি পাস হয়েছে।
কুয়েত ও সুইডেনের আনা প্রস্তাবনার বিভিন্ন পয়েন্টের ওপর রাশিয়ার আপত্তির কারণে দুই দিনযাবত দফায় দফায় রুদ্ধদার বৈঠক, আলোচনা মুলতবি করণ ও বিভিন্ন সংশোধনী গ্রহণের পর এ প্রস্তাব পাস হয়।
নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী কুয়েতি কূটনৈতিক কোরের প্রধান ঘোষণা দেন, প্রস্তাবটি ১৫-১৫ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
তিনি আরো বলেন, প্রস্তাবটিতে অবিলম্বে পূর্ব গোতাসহ সিরিয়াজুড়ে সকল পক্ষকে যুদ্ধবিরতির আহবান জানানো হয় এবং তা আগামী ত্রিশ দিন কার্যকর থাকবে।
প্রস্তাবে ২০১৩ সাল থেকে বাশার প্রশাসনকতৃক অবরুদ্ধ পূর্ব গোতাসহ অন্যান্য অবরুদ্ধ এলাকা হতে অবিলম্বে অবরোধ উঠিয়ে নিতে বলা হয়।
জাতিসংঘে আমেরিকার স্হায়ী প্রতিনিধি নিকি হেলি রাশিয়ার তীব্র সমালোচনা করে বলেন, এটা বিশ্বাস করা কঠিন হচ্ছে যে, রাশিয়া মানবিক যুদ্ধবিরতির ক্ষেত্রেও টালবাহানা করছে।
উল্লেখ্য ২০১৩ সাল থেকে বাশার প্রশাসন কতৃক অবরুদ্ধ পূর্ব গোতায় গত এক সপ্তাহে শতাধিক শিশুসহ পাচঁ শতাধিক মানুষ নিহত হয়।
সূত্র: আলজাজিরা আরবি