শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


আমরা দুজন প্রতিবাদী অভিভাবক হরালাম: মুফতি রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজরত হাফেজ্জি হুজুর রহ. এর বড় ছেলে আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ এবং তার কিছুক্ষণ পরই জামিয়া আরজাবাদের প্রিন্সিপাল মাওলানা মোস্তফা আজাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ছদর ছাহেব হুজুরের রহ. ছাহেবজাদা ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন।

আজ এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।

শোকবার্তায় খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর বলেন, মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ছিলেন বাতিলের আতঙ্ক তার রাজনৈতিক দর্শন ছিল প্রশংসনীয় ইসলাম বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি সবার আগে ময়দানে থাকতেন।

একই সঙ্গে মাওলানা মোস্তফা আজাদ এদেশের দীনি ও রাজনীতির মাঠে একজন সচেতন আলেম ছিলেন। যার বিদায় আমাদের জন্য বড় বেদনার।

তিনি বলেন, আমরা একই দিনে প্রতিবাদী দুজন অভিভাবক হরালাম। আল্লাহ তাদের জাযায়ে রহমত এনায়েত ফরমান এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল আতা ফরমান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ