শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


একসঙ্গে অবসর নিলেন ডিএমপির ৯৪ জন সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একসঙ্গে অবসর গ্রহণ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯৪ জন সদস্য। অবসরে যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে পরিদর্শক থেকে তদনিম্ন সদস্য রয়েছেন ।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কল্যাণ ও ফোর্স বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

অবসরে যাওয়া পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, মানুষকে সবচেয়ে বেশি সেবা দেওয়ার সুযোগ রয়েছে পুলিশ সদস্যদের। এই সুযোগ অন্য কোনো সার্ভিসে এতটা নেই।

তিনি বলেন, মানুষের সেবা করা বড় ইবাদত। গতকাল পর্যন্ত আপনারা পুলিশ ছিলেন, আজ সমাজের একজন ব্যক্তি হয়ে অবসরে যাচ্ছেন। আপনারা এক একজন অবসরে গিয়ে সমাজে চেঞ্জ মেকার হিসেবে কাজ করবেন বলে প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, দীর্ঘ চাকরিজীবন প্রশংসা, দক্ষতা ও সুস্থতার সঙ্গে শেষ করতে পেরেছেন বলে মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। চাকরিজীবনে পুলিশ বাহিনীর জন্য আপনাদের ত্যাগ, কষ্ট ও অবদান বাহিনী বহুকাল বিনয়ের সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের ফুল, ক্রেস্ট ও উপহার প্রদান করেন ডিএমপি কমিশনার। সুত্র: ডিএমপি।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ