শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


সবক্ষেত্রে বাংলা ব্যবহারের উদ্যোগ গ্রহণের অঙ্গিকার প্রধান বিচারপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উচ্চ আদালতে সবক্ষেত্রে বাংলা ব্যবহারের উদ্যোগ গ্রহণের অঙ্গিকার ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

তিনি বলেছেন, উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ রায় এখন বাংলায় হচ্ছে। অন্যান্য বিষয়ও বাংলা করা সম্ভব। উচ্চ আদালতে সবক্ষেত্রে যাতে বাংলা ভাষা বেশি ব্যবহার করা হয় সে বিষয়ে উদ্যোগ নেবো।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে আজ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।

এদিকে সকালে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের সর্বক্ষেত্রে বাংলার ব্যবহার চালু করা উচিত।

তিনি বলেচেন, প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের মানসিকতা থাকলে এটা বাস্তবায়ন করা সম্ভব।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ