শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


বৃহস্পতিবার সমাবেশের অনুমতি পায়নি বিএনপি, শনিবার কালো পতাকা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে (২২ ফেব্রুয়ারি) সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশের ডাক দিয়েছিল দলটি। সমাবেশের অনুমতি না পাওয়ায় আগামী শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সংবাদ সম্মেলনবুধবার বিকালে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা জানান। রিজভী বলেন, ‘সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরে কালো পতাকা মিছিল করা হবে।’

রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বিএনপির কোনও কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তাহলে আজ কেন সমাবেশের অনুমতি দেননি?’ সমাবেশের অনুমতি না দেওয়াকে সরকারের গণতন্ত্রবিরোধী আচরণ বলেও আখ্যা দেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্টের বিচারক ড. আখতারুজ্জামান তার শিক্ষা এবং পেশার সঙ্গে প্রতারণা করেছেন। তিনি যে রায় দিয়েছেন সেখানে বিচারকের নিরপেক্ষতা সম্পর্কে আমাদের পূর্বের বক্তব্যগুলো প্রমাণিত হয়েছে। খালেদা জিয়া আদালতে যে বক্তব্য দিয়েছেন, বিচারক সেই বক্তব্য বিকৃত করে রায়ে তা উদ্ধৃত করেছেন।’

এর আগে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান বা দলীয় কার্যালয় নয়াপল্টনকে নির্ধারণ করে এর যেকোনও একটির অনুমতির জন্য ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমোদন চাওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ