আওয়ার ইসলাম: বাসমাহ ফাউন্ডেশন একটি সেবামূলক সংস্থা (এনজিও)৷ গভীর নলকূপ স্থাপন, শীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মানবতার পাশে দাঁড়ায় বাসমাহ৷
সরকার অনুমোদিত সেবা সংগঠনটি উখিয়াতে নির্যাতিত রোহিঙ্গা শরনার্থী শিবিরে মাসজিদ আবুল হাসান আলী নদভী নামে একটি ইবাদতগাহর ব্যবস্থা করেছে৷ কুরআনী শিক্ষার আয়োজন ও আধুনিক শিক্ষার পরিকল্পনাও বাস্তবায়ণ করছে বাসমাহ৷
স্থাপন করেছে শরনার্থীদের জন্য কমিউনিটি সেন্টার৷ বিতরণ করেছে শিক্ষাসামগ্রী৷
গতকাল বাসমাহর বহুমখী সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন ভারতের মাসিক পয়গামে আরাফাত ম্যাগাজিনের সম্পাদক, সুলেখক ও মুহাদ্দিস উস্তাজ বিলাল আবদুল হাই হাসানী নদভী৷
তিনি নদওয়াতুল উলামার শূরা সদস্য৷ হজরত আলী মিয়া নদভী রহ এর দৌহিত্র৷
ভারতে পয়গানমে ইনসানিয়ত সংগঠনের দায়িত্বশীল৷ শান্তিবাদী এই ব্যক্তিত্ব বাসমাহর সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন৷ তিনি উগ্রবাদিতা পরিহার করে মানবসেবা এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন৷
বাসমাহ ফাউন্ডেশনের রুপকার ও স্বপ্নদ্রষ্টা মীর সাখাওয়াত হোসাইন উস্তাজ বিলাল হাসানী নদভীর সরাসরি ছাত্র৷
মীর সাখাওয়াত হোসাইন সেবামূলক কাজ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছেন৷ উপকৃত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী৷ বাসমাহ হাস্যময় বাংলাদেশ গড়ার স্বপ্ন লালন করে৷