আওয়ার ইসলাম
যশোর-মাগুরা সড়কের সীমাখালিতে তিনটি ট্রাকসহ একটি সেতু ভেঙে পড়েছে। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন।
বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে সেতুটি ভেঙে পড়ে। ওই সময় সেতুর ওপরে ঢাকা থেকে যশোরমুখী একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-২০-৩০৭০),একটি ত্রিপলে ঢাকা ট্রাক (ঢাকা মেট্রো-২০-১৯৬৯) এবং যশোর থেকে একদিনের মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-জ-১১-৩৮১৬) ছিল। গাড়িগুলো সেতুর মাঝখানে ভাঙা অংশে আটকে রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী জুলফিকার আলী জানান, দুর্ঘটনায় পথচারী বাঘারপাড়া উপজেলার ছোটখুদড়া এলাকার মিঠু ও পাঠানপাইকপাড়া এলাকার জয়নাল আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণটা জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’