শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


সৌদি-ভারত অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অঙ্গীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সৌদি-ভারত দ্বিপাক্ষিক অর্থনৈতিক বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির অঙ্গিকার করেছে দু’দেশ। বাদশা সালমান ও ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রবিবার আল-ইয়ামামাহ প্রাসাদে এই বিষয়ে আলোচনা করেন।

এসপিএর এক প্রতিবেদনে বলা হয়, বাদশাহ সালমান ও ভারতীয় মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। সৌদি শূরা কাউন্সিলের কয়েকজন সদস্য ও সিএসসি চেয়ারম্যান আহমেদ সুলাইমান আল-রাজী ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০১৬-১৭ সালে ২৫ বিলিয়ন ডলারেরও বেশি ছিলো। সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত ড. সৌদ আল-সাঈদ আরব নিউজকে বলেন, ‘সোমবার সৌদি-ভারত যৌথ মন্ত্রী কমিশনের (জেএমসি) বৈঠক অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, সৌদি আরব ও ভারত আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ২০১৪ সালের বাদশাহ সালমানের ক্ষমতার পর থেকেই শুরু হয়। ২০১৬ সালের এপ্রিল মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি সফরে এসে ক্রমবর্ধমান সম্পর্কের আরো উন্নতি করে।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ