শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে ওয়ার্ল্ড ভিশনের ত্রাণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভূমিকম্পে সর্বস্ব হারানো হাইতির মানুষের জন্য ‘শয্যসঙ্গী হওয়ার বিনিময়ে ত্রাণ’ কর্মসূচি চালিয়েছিল ব্রিটিশ দাতব্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন।

২০১০ সালের ভয়ংকর সেই ভূমিকম্পের সময়ের এমন কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছেন সংস্থাটিরই একজন সাবেক কর্মকর্তা।

২০১০ সালের ভূমিকম্পের পর দেশটিতে ওয়ার্ল্ড ভিশন ত্রাণসহ বিভিন্ন সহায়তা দিয়ে দূর্যোগগ্রস্তদের পুনর্বাসনে কাজ করে আসছে।

সম্প্রতি ওয়ার্ল্ড ভিশনের এক সাবেক কর্মকর্তা জানান, হাইতিতে প্রতিষ্ঠানটির কর্মীরা ত্রাণ এবং অন্যান্য সহায়তার বদলে দুর্যোগ আক্রান্তদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন।

অনেক কর্মী টাকার বিনিময়েও অসহায় নারীদের তাদের শয্যাসঙ্গী হতে বাধ্য করতেন।

২০১৭ পর্যন্ত এই দাতব্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড এম্বাসেডর ছিলেন বৃটিশ রাজপুত্র হ্যারির বাগদত্তা হলিউড তারকা মেগান মার্কেল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যৌনতার অভিযোগ ওঠায় অন্যান্যদের মত তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু তাতে বিতর্ক থেমে নেই। প্রশ্ন উঠেছে ব্র্যান্ড এম্বাসেডর হয়েও মেগান কি জানতেন না এসব অপকর্মের কথা?

ওয়ার্ল্ড ভিশন গত বছর বৃটিশ সরকারের থেকে ১৭ মিলিয়ন পাউন্ড সহায়তা পেয়েছে। এই কেলেঙ্কারির অভিযোগ আসায় সরকারের তরফ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হচ্ছে। এমপিরা শনিবার এই ঘটনার সমালোচনা করে তদন্তের আহবান জানিয়েছেন।

বৃটিশ সাংসদ নাইজেল এভানস বলেছেন, এটা অবাক করা বিষয়। অসহায় মানুষদের সঙ্গে কী করে একজন এমন আচরণ করতে পারে।

ওয়ার্ল্ড ভিশন শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: যমুনা টিভি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ