মুহাম্মাদ শোয়াইব: ফিলিপাইন-ইরানিয়ান বন্ধুত্ব সংস্থার প্রধান ও ফিলিপাইনের সরকারি স্টেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক হেনেলিল্টু সেভিলা বলেছেন, আমি একজন খৃস্টান; তবে আমি পবিত্র কুরআনের দুটি সুরা মুখস্ত করেছি। কুরআনের প্রতি আমার অগাধ বিশ্বাস।
তিনি বলেন, আমি পবিত্র কুরআন সম্পর্কে খুব বেশি জানি না। তবে আমি বিশ্বাস করি, কুরআনে যে জীবন ব্যবস্থার নিয়ম-নীতি রয়েছে তা অনুসরণ করলে সব ধর্মের মানুষের মাঝে ইতিবাচক সম্পর্কটা থাকত। আর সর্বত্র বিরাজ করত শান্তি আর শান্তি।
তিনি বলেন, ফিলিপাইনে মুসলমান ও খৃস্টানদের মাঝে সুসম্পর্ক রয়েছে। উল্লেখেযোগ্য কোনো সমস্যা সেখানে নেই।
তিনি বলেন, মুসলামান ও খৃস্টানদের আরও কাছাকাছি আসা দরকার। এতে একে অন্যের সভ্যতা-সংস্কৃতি জানতে পারবে।
সূত্র: ইকনা