আবদুল্লাহ তামিম: সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদি নারীদের পূর্বের নিয়ম অনুযায়ী তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য একজন পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন হলেও বর্তমানে তার কোনো প্রয়োজন নেই।
সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সৌদি নারীরা এখন থেকে স্বাধীনভাবে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগের মুখপাত্র আবদুল রহমান আল-হুসাইন বৃহস্পতিবার টুইট করেছেন, তিনি আরবি হ্যাশট্যাগ ব্যবহার করে এই ঘোষণা প্রদান করেন।
হ্যাশট্যাগ ব্যবহার করে ‘নো নিড’ প্রচারাভিযানের উদ্যোগ নিয়ে এই শিথিলতা অর্জন করেছে বলে জানা যায় আরবের সরকারী সংবাদ সংস্থার বরাতে। সৌদি আইন উপদেষ্টা দাইমা আল-শরিফ বলেন, আমি বিশ্বাস করি এই নতুন আইন নারীদেরকে তাদের প্রতিভা বিকাশে সহায়তা করবে।
তিনি আরো যোগ করেন: ‘আমরা সৌদি আরবের ২০৩০ সালের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে নারীর ক্ষমতায়নে বিশেষ করে বাণিজ্যিক পর্যায়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে।
সূত্র: আরব নিউজ