মুজাহিদুল ইসলাম: দখলদার ইসরাইলি সেনা-প্রতিবেদন নিশ্চিত করেছে, গত শনিবার ইসরাইলি যুদ্ধবিমান ভূপতিতকারী ক্ষেপণাস্ত্র তেল আবিবের আকাশ অতিক্রম করে ভূমধ্য সাগরে ভূপতিত হয়।
প্রতিবেদন ইঙ্গিত করে, বিমানবিদ্ধংসী সিরীয় ক্ষেপণাস্ত্রের কারণে ইসরাইলি যুদ্ধবিমান এফ-১৬ ভূপতিত হওয়াটা যান্ত্রিক কারণে, প্রযুক্তিগত কারণে নয়।
আল-জাজিরার প্রতিবেদক ইলিয়াস কেরাম জানান, ইসরাইলিদের আশংকার জায়গাটা হলো, অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানের মত উন্নত বিমান পুরাতন প্রযুক্তির সিরীয় ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রান্ত হওয়া উচিত ছিল না।
একুশে বইমেলার সব বই দেখতে ও কিনতে ক্লিক করুন
তিনি আরো বলেন, ইসরাইলি বিমান বাহিনীর প্রধানের কাছে হস্তান্তরিত প্রতিবেদনে বিমানের ২ পাইলটের ত্রুটির কথাই তুলে ধরা হয়েছে; খুব নিচু দিয়ে উড়ে যাওয়া, সিরীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতাকে ছোট করে দেখা, ক্ষেপনাস্ত্র পতিরক্ষা ব্যবস্থা কার্যকর না করা ইত্যাদি।
ইসরাইলি মূল্যায়নটি আরো বলে, সিরীয় অবস্থানে হামলাকারী ইসরাইলি যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যকরে সিরীয় প্রতিরক্ষাবাহিনী প্রায় ২০টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে।
এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে ইসরাইলের উত্তর ফ্রন্টে ব্যাপক প্রতিরক্ষামূলক ও আক্রমনাত্মক উন্নত ক্ষেপনাস্ত্রসিস্টেম মোতায়েন করা হয়েছে।
ইসরাইল তাদের বিমান ভূপতিত করার প্রতিবাদে সিরীয় বিভিন্ন অবস্থানে ব্যাপক আকারে বিমান হামলা চালায় এবং এ হামলাকে ১৯৮২ সালের পর থেকে সিরীয় প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে সর্বাধিক কার্যকর ও ব্যাপক আক্রমন হিসেবে উল্লেখ করে।
সূত্র: আল-জাজিরা