হামিম আরিফ: রোহিঙ্গাদের জন্য অনেক সেলিব্রেটিই সাহায্যের হাত বাড়িয়েছেন। এবার সে কাতারে দেখা গেল পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ান রোনালদোকে।
রোনালদো চার সন্তানের বাবা। শিশুদের কষ্ট হয়তো বুঝতে পারেন। আর সে কারণেই তাদের জন্য সাহায্য চেয়ে টুইটারে পোস্ট দিয়েছেন।
টুইটারে দেয়া সেই পোস্টে তিনি দুটি ছবি যুক্ত করেছেন। একটিতে তিনি নিজে বসে আছেন চার সন্তান নিয়ে। আর অন্যটিতে দেখা যাচ্ছে এক রোহিঙ্গা শরণার্থী একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।
দুটি ছবির সঙ্গে রোনালদো লিখেছেন, ‘একটাই পৃথিবী। এখানে আমরা সবাই আমাদের সন্তানদের সমানভাবে ভালোবাসি। সাহায্যের হাত বাড়ান।’
মিয়ানমারের আরাকান রাজ্যের মুসলিম রোহিঙ্গারা দীর্ঘ দিন ধরেই বৈষম্য ও হত্যাকাণ্ডের শিকার হয়ে আসছে। গতবছর সেখানকার মগ সন্ত্রাী ও মিয়ানমার সেনাবাহিনীর চরম দমনপীড়নের শিকার হয়ে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছেন।
যে কারণে এখনো বাংলাদেশে আসছে রোহিঙ্গারা