শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

প্রত্যাবাসনে ৮ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে নিবন্ধিত ৮ হাজার ৩২ জনের তালিকা মিয়ানমারকে দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সোয়ের কাছে এ তালিকা হস্তান্তর করেন।

এদিকে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়া প্রায় ছয় হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে ২০ ফেব্রুয়ারি মিয়ানমারে দুই দেশের বৈঠক হবে।

প্রায় তিন মাস আগে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর চুক্তি হওয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি। এ ছাড়া বৈঠকে এবারের আলোচ্যসূচির বিষয়গুলোর মধ্যে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দুই দেশের সীমান্তে অনুপ্রবেশ বন্ধ, মাদক পাচার বন্ধে সহযোগিতার বিষয়ও ছিল।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের এবং মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সোয়ে তাঁর দেশের নেতৃত্ব দেন। বৈঠকে যোগ দিতে মিয়ানমারের প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার ঢাকায় আসে।

সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশে এখন ১১ লাখ মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) অবস্থান করছে। এর মধ্যে নিবন্ধিত ৮ হাজার ৩২ জনের তালিকা মিয়ানমারকে দেওয়া হয়েছে। এই তালিকায় ১ হাজার ৬৭৩টি পরিবার রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই তালিকা যাচাই–বাছাইয়ের পর কবে নাগাদ রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে তা জানানো হবে। ক্রমান্বয়ে সব রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যাবে মিয়ানমার। দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়া প্রায় ছয় হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে ২০ ফেব্রুয়ারি মিয়ানমারে আলোচনা হবে।

গত ২৩ জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ বৈঠক থেকেও প্রত্যাবাসনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানায়নি মিয়ানমার।

বৈঠক শেষে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ